অবৈধ বসতি নির্মাণ বন্ধের দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ফিলিস্তিন

|

আবারও বিক্ষোভে উত্তাল ফিলিস্তিনের পূর্বাঞ্চলীয় খান ইউনিস সীমান্ত। ছবি: সংগৃহীত।

অবৈধ বসতি নির্মাণ বন্ধের দাবিতে, আবারও বিক্ষোভে উত্তাল ফিলিস্তিনের পূর্বাঞ্চলীয় খান ইউনিস সীমান্ত। আহত হয়েছে বেশ কয়েকজন ফিলিস্তিনি।

সোমবার (৩০ আগস্ট) রাতে বিক্ষোভ করে শত শত ফিলিস্তিনি। টায়ার জ্বালিয়ে ও পাথর ছুড়ে প্রতিবাদ জানায় তারা। এসময় তাদেরকে প্রতিহত করতে গুলি চালায় ইসরায়েলি সেনারা। আহত হন বেশ কয়েকজন ফিলিস্তিনি।

তবে ইসরায়েলি সেনাদের দাবি, সীমান্তে তাদেরকে লক্ষ্য করে বিস্ফোরক ছোড়ে বিক্ষোভকারীরা। সহিংস বিক্ষোভ বন্ধ না করলে গাজায় ফের হামলার হুশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান। অবৈধ বসতি নির্মাণ বন্ধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ চলছে পশ্চিম তীরে। গত সপ্তাহে দুই কিশোরসহ প্রাণ হারান কমপক্ষে ৩ জন, আহত হন অর্ধ-শতাধিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply