কুবিতে সশরীরে সব ব্যাচের পরীক্ষা নেয়ার দাবি

|

পরীক্ষার দাবিতে কুবিতে মানববন্ধন।

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের পাশাপাশি স্নাতকের পরীক্ষাও নেয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে শুধু দশম ব্যাচের স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু, শিক্ষার্থীরা বলছেন সব ব্যাচের শিক্ষার্থীরাই তাদের আটকে থাকা সেমিস্টার ফাইনালগুলো দিতে চান।

মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ দাবি জানান তারা। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

জানা যায়, গত ২৯ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল ও পরীক্ষার কমিটির সভায় ৯ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা শুরুর ঘোষণা দেয়া হয়। স্নাতকের পরীক্ষা ছাড়া শুধুমাত্র স্নাতকোত্তরের পরীক্ষার নেয়ার সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে আসছেন স্নাতকের শিক্ষার্থীরা। তাদের দাবি, স্নাতকোত্তরের পাশাপাশি স্নাতক চূড়ান্ত সেমিস্টারের আটকে থাকা পরীক্ষা নেওয়া হোক।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, স্নাতকোত্তরের শিক্ষার্থীদের একটি সার্টিফিকেট আছে। যার ফলে তারা চাকরির বাজারে আবেদনের সুযোগ পাচ্ছেন। কিন্তু, আমরা সাড়ে পাঁচ বছর পরও স্নাতক শেষ করতে পারিনি। কোন চাকরিতে আমরা আবেদন করার সুযোগ পাচ্ছি না। আমরা চাই স্নাতকোত্তরের পাশাপাশি স্নাতকের পরীক্ষাও নেয়া হোক।

প্রত্নতত্ত্ব ১১তম ব্যাচের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, আমাদের চার বছর পাঁচ মাস অতিবাহিত হওয়ার পরও মাত্র চারটি সেমিস্টার শেষ করতে পেরেছি। ২০১৯ সালে আমরা সেশনজট নিরসনের দাবিতে আন্দোলন করলে উপাচার্য মহোদয় নিজ উদ্যোগে অ্যাকাডেমিক ক্যালেন্ডার করে দিয়েছিলেন। কিন্তু আমাদের বিভাগ অ্যাকাডেমিক ক্যালেন্ডারের তোয়াক্কা না করে গতানুগতিক নিয়মেই চলেছে। যার ফলে আমাদের আর পরীক্ষায় বসতে পারছি না। যতই দিন যাচ্ছে আমাদের সেশনজট বেড়ে চলছে।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বিভিন্ন অনুষদের ডিন, বিভাগী প্রধান ও ছাত্র প্রতিনিধিদের সাথে বসে দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষা শুরুর ঘোষণা দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে স্নাতকোত্তরের পাশাপাশি স্নাতক ১০ম ব্যাচের পরীক্ষা শুরু হবে। ধাপে ধাপে সব ব্যাচের পরীক্ষা শুরু হবে।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply