অ্যাস্ট্রাজেনেকার ২য় ডোজ টিকা নেয়া যাবে যেকোনো কেন্দ্র থেকে

|

ছবি: সংগৃহীত

যেকোনো টিকাকেন্দ্র থেকে অ্যাস্ট্রাজেনেকার ২য় ডোজ টিকা নেয়া যাবে।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে সকল সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশ্যে পাঠানো এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয় যে, সরবরাহকৃত অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন থেকে ২য় ডোজের পাশাপাশি ১ম ডােজের ভ্যাকসিনও দেয়া হবে। আগামী ৯ই সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই ১ম ডোজের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রদান শেষ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, ইতােমধ্যে যারা অ্যাস্ট্রাজেনেকার ১ম ডােজের টিকা গ্রহণ করেছেন তারা ভ্যাকসিন কার্ড প্রদর্শনপূর্বক প্রাপ্যতা সাপেক্ষে যে কোনো কেন্দ্র থেকেই অ্যাস্ট্রাজেনেকার ২য় ডোজ টিকা নিতে পারবেন। রেজিস্ট্রেশন কার্ডে দেয়া কিউআর কোড (QR Code) স্ক্যান করে উক্ত তথ্য হালনাগাদ তাৎক্ষণিক হালনাগাদ করা যাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply