ইউএস ওপেনের উদ্বোধনী দিনে নাওমী ওসাকার জয়

|

ম্যাচ জয়ের পর নাওমী ওসাকা। ছবি: সংগৃহীত

ইউএস ওপেনের উদ্বোধনী দিনে জয় পেয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন নাওমী ওসাকা। সরাসরি সেটে এই জাপানী তারকা হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের ম্যারি বৌজকোভাকে।

সবশেষ গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ওসাকা শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন। চারটি গ্রান্ডস্লামজয়ী ওসাকা প্রথম সেট জেতেন ৬-৪ গেমে। ওয়ার্ল্ড নাম্বার থ্রি ওসাকা দ্বিতীয় সেট জেতেন আরও সহজে। জেতেন ৬-১ গেমে। ১ ঘণ্টা ৩৩ মিনিট স্থায়ী হয় প্রথম রাউন্ডের ম্যাচ। টোকিও অলিম্পিকের শেষ ১৬ থেকে বিদায় নেয়া ওসাকা পরের রাউন্ডে খেলবেন সার্বিয়ার ওলগা দানিলোভিচের বিপক্ষে।

বিলিজিন কিং ন্যাশনাল স্পোর্টস স্টেডিয়ামে অ্যান্ডি মারেকে পাঁচ সেটের দুর্দান্ত লড়াইয়ে হারিয়ে দিয়েছেন গ্রিসের স্টেফানো সিৎসিপাস। দু’বার পিছিয়ে পড়েও ৩-২ সেটে জিতেছেন এই গ্রিক।

নিজেকে হারিয়ে খোঁজা অ্যান্ডি মারের বর্তমান র‍্যাঙ্কিং ১১২। ৪ ঘণ্টা ৪৪ মিনিট স্থায়ী ম্যাচে সিৎসিপাস জেতেন ২-৬, ৭-৬, ৬-৩, ৩-৬ ও ৬-৪ গেমে। দ্বিতীয় রাউন্ডে সিৎসিপাসের প্রতিপক্ষ আদ্রিয়ান ম্যানারিনো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply