বাংলাদেশের হোয়াইট লেবেল নেটওয়ার্কে প্রথমবারের মতো যুক্ত হলো মাস্টারকার্ড

|

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশে হোয়াইট লেবেল নেটওয়ার্কে যুক্ত হলো মাস্টারকার্ড। ফলে এখন থেকে মাস্টারকার্ডের কার্ডহোল্ডাররা BanglaQR এর মাধ্যমে কেনাকাটার পেমেন্ট করতে পারবেন।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে ভার্চুয়াল এক অনুষ্ঠানে নতুন এই সেবার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের সব জায়গার গ্রাহকরা এই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন। কেবলমাত্র ব্যাংকের অ্যাপস এর মাধ্যমে এ আধুনিক পেমেন্ট সার্ভিস ব্যবহার করা যাবে।

মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় চালু হওয়া বাংলা কিউ আর পেমেন্ট সার্ভিসের মাধ্যমে ক্যাশলেস সোসাইটি গঠন আরও সহজ হবে বলে মনে করেন বক্তারা।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মেজবাউল হক, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply