স্কুলের বাচ্চাদের টিকা দেয়ার সিদ্ধান্ত শিগগিরই: খুরশীদ আলম

|

স্কুলের বাচ্চাদের টিকা দেয়ার সিদ্ধান্ত শিগগিরই: খুরশীদ আলম

ছবি: স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

স্কুল শিক্ষার্থীদের টিকা দিতে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। তিনি জানান, এজন্য কাল বৈঠকে বসছে সরকার। তবে এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোন নির্দেশনা নেই।

বুধবার সকালে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বলেন, যুক্তরাষ্ট্র নিজ দেশের প্রটোকল অনুযায়ী স্কুল শিক্ষার্থীদের টিকা দিয়েছে। সরকার চাইলে বাংলাদেশেও তা সম্ভব। তাই প্রধানমন্ত্রী টিকা দিয়ে স্কুল খুলে দিতে চান।

মহাপরিচালক বলেন, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়া প্রায় শেষ পর্যায়ে।

তিনি আরও বলেন, কোভ্যাক্স ফ্যাসিলিটিজ থেকে জনসন এ্যান্ড জনসন, মর্ডানা, ফাইজার, সিনোফার্মার, অ্যাস্ট্রোজেনেকার টিকার চাহিদা চাওয়া হয়েছে। দ্রুতই চাহিদা পত্র পাঠানো হবে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply