শিকাগোতে কৃষ্ণাঙ্গ নারীর ওপর চড়াও হলো পুলিশ, ভিডিও ভাইরাল

|

শিকাগোতে কৃষ্ণাঙ্গ নারীকে পুলিশের মারধর। ছবি: সংগৃহীত

কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই যুক্তরাষ্ট্রের শিকাগোতে এক কৃষ্ণাঙ্গ নারীর ওপর চড়াও হয়েছে পুলিশ। নিকিতা ব্রাউন নামের সেই কৃষ্ণাঙ্গ নারীর সাথে পুলিশ কর্মকর্তার ধ্বস্তাধস্তির ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। পৃথক তিনটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বর্ণবৈষম্যের বিষয়টি সামনে আবারও সামনে উঠে এসেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। নিন্দা জানিয়েছেন শিকাগোর মেয়রও। তবে এই বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি ভুক্তভোগী নারী।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, নিজের পোষা কুকুরকে নিয়ে বাইরে বের হন নিকিতা। এক পর্যায়ে লিঙ্কন পার্কের কাছে এসেই ঐ পুলিশ কর্মকর্তার সাথে তর্কে জড়িয়ে পড়েন তিনি। পরবর্তীতে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন শিকাগোর মেয়র লরি লাইটফুট। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তোভোগী।

নিকিতার আইনজীবী কেনাম জে সলটারের দাবি, কোনো অপরাধ ছাড়াই তার ওপর চড়াও হন ঐ পুলিশ কর্মকর্তা। এ ঘটনার মূল কারণই ছিল বর্ণবৈষম্য।

ভিডিও’র দেখা যাওয়া পুলিশ কর্মকর্তার পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ বিভাগ। তবে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে তারা। ঘটনার সঠিক তদন্তের আশ্বাস দিয়েছে শিকাগো পুলিশ।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply