খাবার দিতে দেরি হওয়ায় রেস্টুরেন্ট মালিককে গুলি করে হত্যা

|

প্রতীকী ছবি।

খাবার দিতে দেরি হওয়ায় গ্রেটার নয়ডায় এক রেস্টুরেন্টের মালিককে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে। রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নয়ডার একটি আবাসিক ভবনের নীচে সুনীল আগারওয়াল নামের এক যুবকের একটি রেস্টুরেন্ট আছে। মঙ্গলবার রাতে সেখানে অর্ডার দেওয়া খাবা নিতে যান ওই ডেলিভারি বয়।

পুলিশ জানিয়েছে, দু’টি খাবারের অর্ডার দেওয়া ছিল। তার মধ্যে একটি খাবার তৈরি হয়ে গেলেও অন্য খাবারটি দিতে একটু দেরি হয়। সেই ঘটনা নিয়েই রেস্টুরেন্টের এক কর্মীর সাথে বাকবিতণ্ডায় জড়ান ওই ডেলিভারি বয়। ঘটনার মধ্যস্থতা করতে আসেন মালিক সুনীল। তখনই ওই যুবক তার মাথায় গুলি করেন। সাথে সাথে রেস্টুরেন্টের কর্মীরা সুনীলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিশাল পাণ্ডে নামের এক পুলিশ কর্মকর্তা বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ঘাতক পলাতক রয়েছে। সিসিটিভি দেখে আমরা তার খোঁজ করছি। এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply