প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে ফেসবুক পোস্ট; আইনজীবীর ক্ষমা প্রার্থনা

|

প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে আদালত অবমাননাকর ফেসবুক পোস্ট দেওয়ার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম আশরাফের পোস্ট রিমুভ এবং ৫ টি একাউন্ট ডিএকটিভেট করেছে বিটিআরসি। পাশাপাশি এ ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে তিনি লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন।

আদালত তার নিঃশর্ত ক্ষমার আবেদন গ্রহণ করে আদালত অবমাননার রুল নিষ্পত্তি করে আদেশ দেন। একইসঙ্গে আইনপেশা থেকে তাকে বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছেন আদালত।

এর আগে গত ১৫ জুলাই প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে আদালত অবমাননাকর ফেসবুক পোস্ট দেওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আশরাফুল ইসলামকে তলব করেন আপিল বিভাগ। ৮ আগস্ট তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। একইসঙ্গে তার ফেসবুক অ্যাকাউন্ট বিটিআরসিকে ব্লক করে রাখতে বলা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply