‘আমি হিন্দু, ঈদ উৎসব আমার জন্য নয়’

|

ধর্মীয় ইস্যুতে কট্টর অবস্থানের জন্য সুপরিচিত ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আরেকবার তিনি দৃষ্টান্ত রাখলেন তার কট্টর হিন্দুত্ববাদের। উত্তর প্রদেশের বিধানসভার অধিবেশনে দেয়া বক্তব্যে আদিত্যনাথ জানান, হিন্দু হিসেবে ঈদ উৎসবে শামিল হওয়ার কোন প্রয়োজন দেখেন না।

গভর্নর রাম নায়েকের দেয়া বক্তব্যের ধন্যবাদ প্রস্তাবে রাখা বক্তব্যে যোগী আদিত্যনাথ প্রসঙ্গ টানেন সম্প্রতি মথুরায় হোলি উৎসব উদযাপনের। সেখানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, অযোধ্যায় দীপাবলি করলেন, বৃন্দাবনে হোলি, ঈদ কোথায় করবেন?

জবাবে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ” আমি ঈদ উদযাপন করি না। আমি একজন হিন্দু এবং সেজন্য আমি গর্বিত। তবে কেউ যদি শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে চায়, সরকার তাকে নিরাপত্তা সহায়তা দেবে।

তিনি আরও বলেন, “এ বছর হোলি উৎসব শুক্রবার, জুমার দিনে পড়েছে। আমি সবাইকে বলেছি, হোলি উদযাপন করতে। কারণ বছরে ৫২ বার জুমার নামাজ আদায় করা যায়, কিন্তু হোলির মতো বর্ণিল ও জাকজমকপূর্ণ উৎসব মাত্র একবারই আসে।

 

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply