বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গেলেন স্ত্রী, বাঁচলেন না কেউ

|

প্রতীকী ছবি।

খুলনা ব্যুরো:

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী অ স্বামী দুইজনেরই করুণ মৃত্যু হয়েছে। নিহত দম্পতি হলেন, স্বামী মোহাম্মাদ শাওন এবং স্ত্রী জান্নাত বেগম।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নগরীর টুটপাড়া ছোট খালপাড় এলাকায় সকাল সাড়ে ১১টায় বিদ্যুৎস্পৃষ্টে এই দম্পতির মৃত্যু হয়। প্রশাসনের কাছে নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনতলার বাড়ির বারান্দার পাশ দিয়ে বিদ্যুতের ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক সংযোগ রয়েছে। সকালে ওই বৈদ্যুতিক তারে কাপড় পড়ে যায়। এ সময় একটি লোহার রড দিয়ে কাপড় তুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন স্বামী মোহাম্মাদ শাওন।

তিনি চিৎকার করে উঠলে স্ত্রী জান্নাত তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

পরবর্তীতে বাড়ির মালিক লাঠি দিয়ে তাদের দুইজনকে বিচ্ছিন্ন করেন। একই সাথে স্বামী-স্ত্রীর এই করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ দুটি উদ্ধার করে। নিহত দম্পতির চার বছরের এক কন্যা সন্তান রয়েছে।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply