তিন ফরম্যাটেই কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন সাকিব আল হাসান। বাংলাদেশের যে পাঁচজন ক্রিকেটারকে তিন ফরম্যাটেই কেন্দ্রীয় চুক্তি প্রস্তাব করা হয়েছে তাদের একজন সাকিব। তামিম ইকবাল আছেন টেস্ট ও ওয়ানডের চুক্তিতে। মাহমুদউল্লাহ আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০২০ সাল থেকেই লাল ও সাদা বলের ক্রিকেটের জন্য ফরম্যাটকে কেন্দ্র করে চুক্তির রূপরেখা সাজিয়েছে।
গত ১ সেপ্টেম্বরে বিসিবি মিটিং হয়ে যাওয়ার পরপরই ঘোষণা দেয়া হয় যে, এই চুক্তির মেয়াদ হচ্ছে চলতি বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত।
সাকিব ছাড়া তিন ফরম্যাটেই চুক্তিতে থাকা খেলোয়াড়রা হলেন মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মতো এসেছেন ছয় ক্রিকেটার। তারা হলেন শরিফুল ইসলাম, সাইফ হাসান, মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারী।
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন কেবল মোহাম্মদ মিঠুন ও নাইম হাসান।
Leave a reply