এক মাসের মধ্যে আফগানিস্তানে দেখা দেবে খাদ্য সংকট, জাতিসংঘের সতর্কতা

|

আফগানিস্তানে এরই মধ্যে বেড়েছে খাদ্যদ্রব্যের মূল্য

আফগানিস্তানে বর্তমানে নতুন সরকার গঠনের তোড়জোড় চালাচ্ছে তালেবান। এরই মধ্যে জাতিসংঘের এমন সতর্কবার্তা সামনে এলো। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী এক মাসের মধ্যেই দেশটিতে তিনজনের মধ্যে একজন খাদ্য সংকটে ভুগবে।

আফগানিস্তানে জাতিসংঘের মানবাধিকার সমন্বয়ক রমিজ আলাকবারোভের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, এরই মধ্যে আফগানিস্তানের অর্ধেক শিশু খাদ্য সংকটের মধ্যে আছে। পাশাপাশি দেশটিতে এখন অন্যান্য মানবাধিকারও হুমকির মুখে বলে মন্তব্য করেন রমিজ।

আফগানিস্তানে ইতোমধ্যেই খাদ্যের মূল্য ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে আলজাজিরা। সেই সাথে ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে পেট্রোলের দাম।

রমিজ জানিয়েছেন, দেশটিতে বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। পাশাপাশি সরকারি পরিষেবাগুলোও চালু হয়নি, বেতন পাচ্ছেন না চাকরিজীবীরা। তাই ক্রয় ক্ষমতা কমছে আফগানদের। ফলশ্রুতিতে খাদ্য সংকট দেখা দিতে পারে খুব শিগগিরই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply