শুক্রবার নতুন মন্ত্রিসভা ঘোষণা করবে তালেবান, থাকবে না কোনো নারী

|

আজ তালেবানের মন্ত্রিসভার ঘোষণা হতে পারে

নতুন সরকার গঠনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে তালেবান। শুক্রবার জুমার নামাজের পর নতুন মন্ত্রিসভার ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। তালেবান নেতা আবদুল্লাহ মুত্তাকি এক টুইট বার্তায় জানান, প্রেসিডেন্ট ভবনে এ নিয়ে সব ধরনের প্রস্তুিত শেষ হয়েছে।

এর আগে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে তালেবানের জ্যেষ্ঠ নেতা শের মুহাম্মদ আব্বাস স্তানিকজাই জানিয়েছিলেন, নতুন এই মন্ত্রীসভায় কোনো নারী স্থান পাবেন না। এনিয়ে আফগান সংবাদ মাধ্যম টোলে নিউজের বরাত দিয়ে দ্য গর্ডিয়ান বলছে, নতুন এই সরকারের সর্বোচ্চ ক্ষমতায় থাকবেন তালেবান প্রধান হেবায়েত উল্লাহ্ আখুনজাদা। তাঁর ডেপুটি থাকবেন তিনজন। তারা হলেন শীর্ষ নেতা মোল্লাহ্ আবদুল গনি বারাদার, প্রভাবশালী হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি এবং প্রয়াত নেতা মোল্লা ওমরের ছেলে মৌলভী ইয়াকুব।

যদিও ইউরোপের নেতারা বলছেন, যতক্ষণ না পর্যন্ত তালেবান নেতারা মানবাধিকার নিশ্চিত করবে এবং একটি গ্রহণযোগ্য সরকার গঠন করবে, তাদের স্বীকৃতি দেয়া হবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply