দুর্বৃত্তদের ছোড়া পাথরে গুরুতর জখম হয়েছেন কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সহকারী পরিচালক কাওসার আহমেদ। তাকে ভর্তি করা হয়েছে ঢাকার একটি হাসপাতালে।
কাওসার আহমেদ জানান, রাতে কিশোরগঞ্জের ভৈরবের আউটার সিগনালে ট্রেন আসা মাত্রই দুর্বৃত্তরা পাথর ছুঁড়তে থাকে। এতে চোখে মারাত্মকভাবে আঘাত পেয়েছেন তিনি।
পরে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৫ জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। চলছে মামলা দায়েরের প্রক্রিয়াও।
এদিকে ভৈরবে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর শুক্রবার ভোর থেকে ঢাকার সাথে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এনএনআর/
Leave a reply