ইরানে মিনিবাস খাদে পড়ে নিহত ১৬, আহত ১২

|

ছবি: সংগৃহীত

ইরানের পশ্চিমাঞ্চলের কুর্দিস্তান প্রদেশের পার্বত্য অঞ্চলে একটি যাত্রীবাহী মিনি বাস খাদে পড়ে
১৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

আহতদের সানান্দাজ শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে হতাহতদের উদ্ধারের জন্য এখন পর্যন্ত একটি উদ্ধারকারী হেলিকপ্টার, একটি অ্যাম্বুলেন্স বাস এবং ছয়টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ইরানের সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়া সত্ত্বেও দেশটিতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ১৭ হাজারেরও বেশি প্রাণহানি ঘটে। মূলত ট্রাফিক আইন অমান্য, চালকদের জন্য দুর্বল নীতিমালা এবং ফিটনেসবিহীন যানবাহনের কারণে বিশ্বের সবোর্চ্চ দুর্ঘটনাপ্রবণ দেশের মধ্যে অন্যতম ইরান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply