দুই বলে দুই উইকেট হারানোর পর আউট সাকিব

|

ইনসাইড এজ হয়েছেন লিটন দাস।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভালো সূচনার পর দুই বলে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। এরপর সাকিব আল হাসানও আউট হলে রানের গতি কিছুটা মন্থর হয় বাংলাদেশের।

বাঁহাতি অর্থোডক্স বোলার রাচিন রাভিন্দ্রার টানা দুই বলে আউট হয়েছে লিটন দাস ও অভিজ্ঞ মুশফিকুর রহিম।

উদ্বোধনী জুটিতে ৯.৩ ওভারে ৫৯ রান তোলে লিটন ও নাইম। কিন্তু রাভিন্দ্রার বলে ইনিংসের প্রথম ওভার বাউন্ডারি হাঁকানোর এক বল পরেই ইনসাইড এজ হয়ে ফিরে যান ২৯ বলে ৩৩ রান করা লিটন।

ওয়ান ডাউনে সাকিব আল হাসানের জায়গায় খেলতে নেমে প্রথম বলে রাভিন্দ্রার টার্নে পরাস্ত হয়ে স্ট্যাম্পিং হন স্পিনে দক্ষ বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

তারপর ৭ বলে দুটি বাউন্ডারিতে ১২ রান তোলা সাকিব আল হাসানও ফিরে যান কোল ম্যাককোঞ্চির বলে।

ক্রিজে এখন আছেন নাইম ও অধিনায়ক মাহমুদউল্লাহ। ৩২ বলে ৩৫ রান করে ব্যাট করছেন নাইম। প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ৩ উইকেটে ৮৩।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply