সাজঘরে দুই কিউই ওপেনার

|

সাকিবের বলে বোল্ড হচ্ছেন রাচিন রাভিন্দ্রা।

বাংলাদেশের দেয়া ১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ৩ ওভারেই দুই ওপেনারকে হারিয়েছে নিউজিল্যান্ড। ৩ ওভারে ১৮ রানের মধ্যেই ফিরে গেছেন রাচিন রাভিন্দ্রা ও টম ব্লান্ডেল।

জয়ের জন্য লক্ষ্যটি উইকেটের বিচারে কিছুটা বড়। সেদিকেই যাওয়ার চেষ্টা করবে কিউইরা, সাকিব আল হাসানের বলে লফটেড শটে ওভার বাউন্ডারি হাঁকিয়ে সেরকম আভাসই দিয়েছে রাচিন রাভিন্দ্রা। কিন্তু পরের বলেই শোধ তুলে নেন চ্যাম্পিয়ন অলরাউন্ডার সাকিব আল হাসান। রাভিন্দ্রাকে বোল্ড করে ঘটান প্রথম উইকেটের পতন।

পরের ওভারে মেহেদি হাসানকে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে বলের ফ্লাইট ও লাইন- দুইই মিস করেন টম ব্লান্ডেল। সোহানের কাছে হন স্ট্যাম্পিং।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেটে ২৮ রান। জয়ের জন্য এখনও কিউইদের দরকার ৮৪ বলে ১১৪ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply