সরকার ও রাজনীতিতে অন্তর্ভুক্তির দাবিতে কাবুলের রাস্তায় আফগান নারীরা

|

কাবুলের রাস্তায় আফগান নারীরা।

আফগানিস্তানে তালেবানের নতুন সরকারে ও দেশটির রাজনীতিতে নারীদের অন্তর্ভুক্তির আহবান জানিয়েছেন দেশটির নারী এবং সমাজকর্মীরা। রাজধানী কাবুলে হওয়া এক সমাবেশে গত দুই দশকে আফগান নারীদের অর্জন সংরক্ষণসহ তাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের অনুরোধ জানানো হয়। খবর টোলো নিউজের।

আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাজধানী কাবুলে এই দাবিতে সমাবেশ করেছেন আফগান নারীরা। একই দাবিতে আন্দোলনের মাত্র এক দিন পরই এই সমাবেশ হলো।

ইতোমধ্যে তালেবানরা নতুন সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ধারণা করা হচ্ছে আজই এ নতুন সরকারের মন্ত্রিসভা ঘোষণা করা হতে পারে। যেখানে নারীদের নেতৃত্ব ও রাজনীতিতে অংশ গ্রহণ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি তালেবান। তারা বলেছে, নারীরা সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন, তবে অবশ্যই উচ্চপদে নয়।

সমাবেশে নারী সমাজকর্মী তারান্নুম সাদি বলেন, নারীদের সক্রিয় ভূমিকা ছাড়া কোনো সমাজ উন্নতি করতে পারে না। এজন্যই, সরকার ও মন্ত্রিসভায় নারীদের অংশগ্রহণের ব্যাপারটি বিবেচনা করা উচিত।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply