তুমুল সংঘর্ষের পর পানশির দখলের দাবি তালেবানের

|

পানশিরে তালেবান আগ্রাসন প্রতিরোধরত আফগান নিরাপত্তা বাহিনীর একজন সদস্য।

তুমুল সংঘর্ষের পর অবশেষে আফগানিস্তানের পানশির উপত্যকা নিজেদের দখলে নেয়ার দাবি করেছে তালেবান। তিনটি তালেবান সুত্রসহ এ খবর নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও এনডিটিভি। অপরদিকে, পানশিরের তালেবান বিরোধী নেতা আহমেদ মুসার বলেছেন, তালেবানের পানশির দখলের দাবি পুরোপুরি মিথ্যা।

পানশির দখলে নেয়ার দাবি করে এক তালেবান কমান্ডার বলেছেন, মহান আল্লাহর কৃপায় পানশিরসহ সমগ্র আফগানিস্তান এখন আমাদের নিয়ন্ত্রণে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা পরাজিত হয়েছে এবং পানশির এখন পুরোপুরি আমাদের দখলে।

এদিকে পানশিরে অবস্থানরত আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ এক টুইটার বার্তায় তালেবানের পানশির দখলের দাবিকে প্রত্যাখান করে বলেছেন, আমি এখনও পানশিরেই আছি। তালেবান আমাদের ঘিরে রাখায় কঠিন পরিস্থিতিতে থাকলেও আমরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছি। আমাদের এ প্রতিরোধ চলবেই, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত দেশের সম্মান রক্ষার্থে লড়াই চালিয়ে যাবো।

আরেক টুইটার বার্তায় পানশিরের তালেবান বিরোধী নেতা আহমেদ মুসা বলেছেন, তালেবানের পানশির দখলের খবর প্রচার করছে মূলত পাকিস্তানী মিডিয়া, যা পুরোপুরি মিথ্যা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply