নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ, এক বছরেও শুরু হয়নি বিচারকাজ

|

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ১ বছর পূর্ণ হলো আজ। ভয়াবহ সেই বিস্ফোরণে মারা যান ৩৪ জন, দগ্ধ হয়েছিলেন আরও ১৫ জন। অথচ এক বছরেও শুরু হয়নি আলোচিত এই মামলার বিচারকাজ।

তদন্তে জানা যায়, দায়িত্বে অবহেলা ও ঝুঁকিপূর্ণভাবে গ্যাস লাইন স্থাপনের কারণেই ঘটেছে ভয়াবহ এই বিপর্যয়। গত ডিসেম্বরে তিতাস গ্যাসের ৮ কর্মকর্তা-কর্মচারীসহ ২৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। মামলার মোট আসামি ৩৭ জন। তবে বছর পেরিয়ে গেলেও বিচারকাজ শুরু করা যায়নি। এর ফলে ক্ষুব্ধ নিহতদের স্বজন ও স্থানীয়রা। তিতাস গ্যাস ট্রান্সমিশন ও বিদ্যুৎ বিভাগের দায়ী কর্মকর্তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিতের দাবি তাদের।

উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পথে বসেছে বহু পরিবার, নিঃস্ব হয়েছেন অনেকে। যদিও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

এদিকে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে মসজিদটি ভেঙে পুনরায় নির্মাণের পরই নামাজের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছে মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply