জাতীয় সংসদে ‘নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১’ নামের বিলটি কণ্ঠভোটে পাস হয়েছে। আইনটি পাস হওয়ার ফলে সীমানা নির্ধারণ ছাড়াই সংসদ নির্বাচন আয়োজন করতে পারবে নির্বাচন কমিশন।
শনিবার (৪ সেপ্টেম্বর) একাদশ সংসদের চর্তুদশ অধিবেশনের চতুর্থ দিনে আইনমন্ত্রী আনিসুল হকের প্রস্তাবে সংসদে বিলটি পাস হয়।
আইনটি কার্যকর হওয়ার ফলে ১৯৭৬ সালের ‘দ্য ডিলিমিটেশন অব কন্সটিটিউয়েন্সিস অর্ডিনেন্স’ বাতিল হয়ে যাবে। বিলটি পাসের বিরোধিতা করে জনমত যাচাইয়ের প্রস্তাব দেয়া হলে তা কণ্ঠভোটে বাতিল হয়ে যায়। এছাড়াও সংসদে জাতীয় মহাসড়ক বিল ২০২১ যাচাইবাছাইয়ের জন্য স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
Leave a reply