চাকরিজীবী নারী-পুরুষের বিয়ে আইন করে বন্ধ করতে হবে: এমপি বাবলু (ভিডিও)

|

বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাললু এই আইন করার আহ্বান জানান।

চাকরিজীবী পুরুষ চাকরিজীবী নারীকে এবং চাকরিজীবী নারী চাকরিজীবী পুরুষকে যাতে বিয়ে না করতে পারে সেই বিষয়ে আইনমন্ত্রীকে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাললু।

শনিবার (৪ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ আহ্বান জানান।

রেজাউল করিম বাবলু বলেন, করোনার কারণে আমাদের দেশে প্রায় ৪ কোটি বেকার সমস্যার সৃষ্টি হয়েছে। আমাদের সমাজে একটা রেওয়াজ আছে একজন চাকরিজীবী নারী-পুরুষ একজন চাকরিজীবী নারী-পুরুষকেই বিয়ে করতে চায়। এতে কিন্তু বেকার সমস্যার সমাধান হয় না। আমি আইনমন্ত্রীকে নিবেদন করবো তিনি এই আইনটা সুবিধাজনকভাবে করবেন যে একজন চাকরিজীবী আরেক চাকরিজীবীকে বিয়ে করতে পারবে না।

তিনি বলেন, চাকরিজীবী নারী-পুরুষরা যদি চাকরিজীবী নারী-পুরুষদের বিয়ে না করে তাহলে বেকার সমস্যার অনেক লাঘব হবে। এর পেছনে আরেকটা কারণ আছে যখন চাকরিজীবী দম্পতি অফিসে যায় তখন গৃহকর্মচারী দ্বারা তাদের সন্তান দারুণভাবে নির্যাতিত হয়, শিশু নির্যাতন হয়, এই জিনিসটাও লাঘব হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply