তালেবানের আফগানিস্তান দখলের পর কাবুলে অনুষ্ঠিত হলো একটি প্রীতি ক্রিকেট ম্যাচ। গ্যালারিতে একই সঙ্গে উড়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও তালেবান অনুমোদিত আফগানিস্তানের পতাকা।
পিস ডিফেন্ডার ও পিস হিরোস নামে দেশটির স্থানীয় দুটি দল খেলেছে কাবুলের চামানই-হুজুরিতে। ম্যাচে অংশগ্রহণ করেছেন বেশ কয়েকজন আফগান ক্রিকেটার। ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলো প্রায় চার হাজার দর্শক। তাদের সবার হাতে ছিলো ভিন্ন রঙ্গের পতাকা। এ সময় দর্শকদের নিরাপত্তা দিতে উপস্থিত ছিলো তালেবান সৈন্যদল।
এদিকে কাবুল দখলের পর আফগানিস্তানের প্রথম ক্রীড়া দল হিসেবে দেশটির অনুর্ধ-১৯ দল আজ আসছে বাংলাদেশে। ২৬ সদস্যের এই দল আজ ঢাকা হয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হবে।
/এসএইচ
Leave a reply