সোনার তরী প্রথম, হিরার তরী দ্বিতীয়

|

টাঙ্গাইলের বাসুলিয়ায় হয়ে গেলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।

টাঙ্গাইলের বাসুলিয়ায় হয়ে গেলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। ছোট-বড় নানা নৌকা নিয়ে পৃথক কয়েকটি রাউন্ডে অংশ নেন দূর-দূরান্তের প্রতিযোগিরা। জমজমাট এ লড়াইয়ে চ্যাম্পিয়ন হয় টাঙ্গাইলের ভুয়াপুরের ‘সোনার তরী’, রানার্স আপ হয় দেলদুয়ার উপজেলার ‘হিরার তরী’।

বর্ণিল পোশাকে নায়ের মাঝিরা জড়ো হন চাপড়া বিলে। তালে তালে বৈঠা চালিয়ে চলে একে অন্যকে ছাড়িয়ে যাবার চেষ্টা।

সোনারতরী, ময়ূরপঙ্খী, পঙ্খীরাজ, হীরার তরী, জলপরিসহ বাহারি নামের এসব দলের প্রতিযোগিতা উপভোগ করে বিভিন্ন স্থান থেকে আসা জনতা।

নতুন প্রজন্মের কাছে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতেই এই প্রতিযোগিতা বলে জানালেন আয়োজকরা। বললেন, প্রতিবছরই অব্যাহত থাকবে এই আয়োজন। এলাকাবাসীরও চাওয়া, অব্যাহত থাকুক এই আনন্দ আয়োজন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply