ঢাকা মেডিকেলে ৩০ দালালকে আটক করেছে মোবাইল কোর্ট

|

র‍্যাব এর অভিযানে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় ৩০ জন দালাল আটকের পর সাংবাদিকদের সাথে কথা বলছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আজ রোববার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ৩০ দালালকে আটক করেছে র‍্যাবের মোবাইল কোর্ট। একইসাথে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু সাংবাদিকদের জানান, গ্রেফতার হওয়া আসামিরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের দালাল। হাসপাতালে আসা রোগী ও রোগীর স্বজনদের কম খরচে ভালো চিকিৎসার কথা বলে তাদের সাথে প্রতারণা করেছে এই দালালেরা।

পলাশ কুমার বসু উপস্থিত সাংবাদিকদের আরও জানান, দালাল চক্রের সাথে হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মচারিদের যোগসাজশ রয়েছে। তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply