১২ সেপ্টেম্বর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান শুরু: শিক্ষামন্ত্রী

|

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

১২ সেপ্টেম্বর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। এর মধ্যে পঞ্চম, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস প্রতিদিন হবে। আর বাকিদের সপ্তাহে একদিন করে ক্লাস নেয়া হবে।

রোববার (৫ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনেই পাঠদান করানো হবে। প্রতিদিন স্কুলে তাপমাত্রা মাপতে হবে; পরতে হবে মাস্ক। কারো বাড়িতে করোনা রোগী থাকলে তাকে স্কুলে না আসার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, কোনো এলাকায় করোনা সংক্রমণ বেড়ে গেলে অবস্থা বিবেচনা করে সেই এলাকার স্কুল বন্ধ করে দেয়া হবে। পরিস্থিতি বিবেচনায় স্কুলে বার্ষিক পরীক্ষা নেয়া হবে। জেএসসি, জেডিসি ও পিইসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। পরিস্থিতি অনুকূলে থাকলে পরীক্ষা নেয়া হবে।

এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদরাসা, কারিগরিসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানই খুলবে। তবে এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পালন করতে হবে বিশেষ কিছু শর্ত।

সচিবালয়ে শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply