কক্সবাজারে এফডিএমএনের খাদ্যসামগ্রী অবৈধভাবে বিক্রির দায়ে আটক ১

|

কক্সবাজারের উখিয়ায় এফডিএমএন সদস্যদের জন্য বিতরণযোগ্য খাদ্যসামগ্রী অবৈধভাবে মজুদ ও বিক্রির দায়ে ১ জনকে আটক করেছে পুলিশ।

আজ রোববার(৫ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাড়ে এগারোটার দিকে এফডিএমএন সদস্যদের জন্য বিতরণকৃত খাদ্যসামগ্রী অবৈধভাবে এফডিএমএন-হোস্ট কমিউনিটির একটি সিন্ডিকেট যোগসাজসে কেনাবেচা এবং মজুদ করার তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করেন।

অভিযানের নেতৃত্ব দেন, জনাব তানজিম আহমেদ (এসিআইসি ক্যাম্প-৯), জনাব ক্যাথোয়াইপ্রু মারমা(সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) এবং পানবাজার পুলিশ ক্যাম্প-৯ এর পুলিশ সদস্যরা।

অভিযানে পাঁচ শ’ কেজি চাল, ৫৪ কেজি চিনি, ৪২ লিটার সয়াবিন তেল, ৪ টি ওয়েট মেশিন ও ১টি প্যাকিং মেশিন জব্দ করেন। সেখান থেকে এক এফডিএমএন সদস্য ইয়াসির হোসাইন(১৬)কে আটক করেন।

উক্ত ঘটনার পরে দুপুর একতার দিকে এফডিএমএন সদস্যদের মালামাল অবৈধভাবে কেনাবেচায় জড়িত সিন্ডিকেট এর সদস্যরা বালুখালী পানবাজারের সব দোকান বন্ধ করে দেয় এবং অভিযানের প্রতিবাদে সমাবেশ করে। প্রায় আধাঘণ্টা সমাবেশ শেষে সবাই উক্ত স্থান ত্যাগ করে এবং সকল দোকান-পাট খুলে দেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply