টি-টোয়েন্টিতে আর কিপিং করবেন না মুশফিক

|

টি-টোয়েন্টিতে আর উইকেটরক্ষকের ভূমিকা পালন করতে চান না মুশফিক। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ফরম্যাটে আর উইকেটরক্ষকের ভূমিকা পালন করতে চান না মুশফিকুর রহিম।

রোববার (৫ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে হারার পর এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

রাসেল ডমিঙ্গো বলেন, মুশফিকের সাথে কথা বলে উইকেটকিপার বদলানো হয়েছে। আজ তার কিপিং করার কথা ছিল। কিন্তু সে জানিয়েছে আর টি-টোয়েন্টি ফরম্যাটে কিপিং করতে চায় না।

এর আগে, নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, প্রথম দুই ম্যাচে কিপিং করবেন নুরুল হাসান সোহান। পরের দুই ম্যাচে কিপিং করবেন মুশফিক।

ডমিঙ্গোর কথা অনুযায়ী আজ রোববার কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে উইকেটরক্ষক হিসেবে মুশফিককেই দেখার কথা ছিল। কিন্তু টসের সময় জানা যায়, এ ম্যাচেও কিপিং করবেন সোহান। এরপর খেলা শেষে কোচ জানিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর কিপিং করতে চান না মুশফিক।

আগেই টেস্ট ক্রিকেট থেকে কিপিং ছেড়েছেন মুশফিক। এবার টি-টোয়েন্টি ক্রিকেট থেকে কিপিং ছাড়লেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

উল্লেখ্য, টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে ৩২টি ক্যাচ ও ২৯টি স্ট্যাম্পিং করেছেন মুশফিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply