তালেবানের সাথে আলোচনায় বসতে রাজি আহমেদ মাসুদ

|

তালেবানের সাথে আলোচনায় বসতে রাজি আহমেদ মাসুদ

ছবি: পানশির উপত্যকার প্রতিরোধ বাহিনীর নেতা আহমেদ মাসুদ।

অবশেষে তালেবানের সাথে আলোচনায় বসতে রাজি হলেন পানশির উপত্যকার প্রতিরোধ বাহিনীর নেতা আহমেদ মাসুদ।

রোববার প্রতিরোধ বাহিনী এনআরএফ’র (NRF) ফেসবুক পেইজে লড়াই থামানোর আহ্বান জানান তালেবান বিরোধী এই নেতা।

মাসুদ বলেন, ধর্মীয় আলেমদের প্রস্তাবকে স্বাগত জানিয়ে-ই আলোচনায় রাজি হয়েছেন তিনি। কারণ নীতিগতভাবে বর্তমান সমস্যার সমাধান চায় পানশির। তাই অবিলম্বে যুদ্ধের অবসান ঘটিয়ে সমঝোতায় আসতে চান। শর্ত হলো- পানশির ও আন্দরাব উপত্যকায় হামলা এবং সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখতে হবে তালেবানকে। তবে এখনো বিরাজ করছে থমথমে পরিস্থিতি। প্রবেশ পথগুলো ঘেরাও করে রেখেছে তালেবান সদস্যরা।

গেলো কয়েকদিন উপত্যকা ঘিরে যে লড়াই চলছিলো তাতে নিহত হয়েছেন এনআরএফ মুখপাত্র আহমেদ দাস্তি।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply