পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূলের সাবেক সাংসদ মুনমুন সেনের বাড়িতে হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে তার বালিগঞ্জের বাসায় এ ঘটনা ঘটে। পরে মুনমুন সেনের অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে নেওয়া হলে ৫০০ টাকা মুচলেকায় তারা জামিন পেয়েছেন। খবর সংবাদ প্রতিদিনের।
জানা যায়, শনিবার রাত ১১টার দিকে আচমকা মুনমুন সেনের বাড়িতে ঢুকে পড়ে কয়েকজন লোক। বাড়ির কর্মচারীরা বাধা দিলে তাদের গালাগাল ও মারধর করে তারা। এ সময় কার্তিক, বুদ্ধ ও শংকর নামে তিনজন আহত হন।
ঘটনার পর বালিগঞ্জ থানায় ফোন করেন মুনমুন সেন, পরে লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগ পাওয়ার পর আজ রোববার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি।
উল্লেখ্য, মুনমুন সেনের দুই কন্যা জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন, রিয়া সেন। তার মা সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্রের প্রবাদপ্রতিম অভিনেত্রী। গত শতকের নব্বইয়ের দশকে মুনমুন সেন অভিনয় করেছিলেন ‘পেয়ার কা সওদাগর’, ‘ব্যবধান’, ‘নীল নির্জনে’, ‘বিষকন্যা’, ‘জাল’, ‘অঞ্জলি’সহ বেশ কিছু বাংলা, হিন্দি ও ইংরেজি সিনেমায়।
এনএনআর/
Leave a reply