পরীমণির ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় নাসিরসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট

|

পরীমণি মামলায় ব্যবসায়ী নাসির ও অমির জামিন মঞ্জুর

বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমণির ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় ব্যবসায়ী নাসিরসহ তিন জনের নামে আদালতে চার্জশিট দিয়েছে সাভার থানা পুলিশ।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র যমুনা টেলিভিশনকে জানিয়েছে, পরীমণিকে ধর্ষণ চেষ্টার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে, পরীমণিকে শ্লীলতাহানির প্রমাণ পাওয়া গেছে। তদন্তে পাওয়া গেছে, ওইদিন ব্যবসায়ী নাসির মাহমুদ ও গাজীপুরের গার্মেন্টস ব্যবসায়ী শাহ আলম পরীমণিকে গালিগালাজ করেন ও এক পর্যায়ে চড় দেন। আর তাদেরকে সহায়তা করেন অমি।

ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার যমুনা টেলিভিশনকে জানিয়েছেন, প্রায় দুই মাস তদন্ত করে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধেই চার্জশিট দিয়েছে। আসামি ব্যবসায়ী নাসির মাহমুদ, ব্যবসায়ী শাহ আলম ও অমির বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ এনে দণ্ডবিধির ১০ ধারায় চার্জশিট দেয়া হয়েছে।

এর আগে, গত ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমণি সাভার থানায় মামলা করেন। এরপর বিষয়টি নিয়ে তৎপর হয় পুলিশ। পরীমণির মামলার পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এরপর রাজধানীর বিমানবন্দর থানায় করা মাদক মামলায় সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply