পানশির উপত্যকায় তালেবানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। কেউ কখনওই হত্যাকে সমর্থন করতে পারে না বলেও জানায় তেহরান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তালেবান অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে সেখানে পানি, খাদ্য এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে এমন তথ্য পাওয়া যাচ্ছে। যা নতুন সংকট তৈরি করতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়ীদ খাতিবজাদেহ বলেন, পানিশর নিয়ে যেসব খবর পাচ্ছি তা সত্যিই উদ্বেগের। যেভাবে সেখানে হামলা চালানো হচ্ছে তার নিন্দা জানাচ্ছি। আমরা এর তদন্ত করবো। কোন পক্ষ কখনওই হত্যাকে সমর্থন করতে পারে না। আশা করবো তালেবান অবশ্যই আন্তর্জাতিক আইন ও মানবাধীকারের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।
Leave a reply