ভারতে রিমান্ডে থাকা পুলিশ পরিদর্শক রানাকে ফেরত চায় বাংলাদেশ

|

পুলিশ কর্মকর্তা সোহেল রানা সাময়িক বরখাস্ত। ছবি: সংগৃহীত.

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে ফেরত পেতে ভারতের পুলিশকে চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দফতর। তবে এখনো ওই টিঠির কোনো জবাব না পাওয়ায় আজ মঙ্গলবার আবারও চিঠি পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, সোহেল রানার বিরুদ্ধে গত ২ আগস্ট গুলশান থানায় প্রতারণা মামলা দায়ের হয়। ওই মামলার আসামি হিসেবে তাকে ফেরত চাইছে পুলিশ।

আরও পড়ুন>>> ভারতে আটক বনানী থানার পরিদর্শক সোহেল রানার সম্পদের পাহাড়!

গুলশান বিভাগ পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, সোহেল রানা পালিয়ে বিদেশ গিয়ে বাংলাদেশ পুলিশের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, সে তার বোনকে দিয়ে ই-অরেঞ্জ নামের প্রতিষ্ঠান করেছে। যাদের বিরুদ্ধে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ওই প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে সোহেল রানা টাকা তুলে নেওয়ার তথ্যও পেয়েছে পুলিশ।

উল্লেখ্য, শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে সোহেল রানাকে আটক করে বিএসএফ। পরবর্তীতে সোহেলকে কোচবিহারের মেখলিগঞ্জ থানায় সোপর্দ করে বিএসএফ। শনিবার (৪ সেপ্টেম্বর) সোহেল রানাকে কোচবিহারের আদালতে তোলা হয়। আদালত ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে তাকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply