গ্রেফতারকৃত জামায়াত নেতারা ৪ দিনের রিমান্ডে

|

রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেফতারকৃত জামায়াত নেতাদের বিরুদ্ধে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাদের প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) তাদেরকে আদালতে তোলা হয়েছে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয়।

জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ছাড়া মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামিরা হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন, আব্দুর রব, ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত এবং জামাতের কর্মী মনিরুল ইসলাম ও আবুল কালাম।

৬ সেপ্টেম্বর বারিধারার একটি বাসায় গোপন বৈঠক করার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গুলশান বিভাগের ডিসি মো. আসাদুজ্জামান জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বৈঠক সংক্রান্ত কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেনি। তারা রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র করছিল বলে ধারণা পুলিশের। তিনি বলেন, তারা নাশকতার উদ্দেশ্যে মিলিত হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply