বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীকে পূর্ণ নাগরিকত্ব দিতে মিয়ানমার সরকারকে অনুরোধ করেছেন ঢাকা সফররত ওআইসি মহাসচিব ড. ইউসুফ বিন আহমাদ আল ওথাইমিন।
আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে সাক্ষাৎ করে তিনি এ কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ওআইসি মহাসচিব।
এসময় রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশে ও মিয়ানমারের ধর্মীয় নেতাদের মধ্যে আলোচনার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসহানুল করিম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় ওআইসি মহাসচিব বাংলাদেশের প্রশংসা করেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করেন ওআইসি মহাসচিব। এই সাক্ষাতেও রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন তারা।
/কিউএস
Leave a reply