বর্তমানে দক্ষিণী পরিচালক অ্যাটলির সিনেমায় শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। পুনেতে চলছে সিনেমাটির শুটিং। মেট্রোরেল হাইজ্যাকের দৃশ্যের শুটিং দেখেতে গিয়ে দর্শকদের নজর কাড়েন শাহরুখ। আর শুটিং শেষেই সবাই এসে ঘিরে ফেলে কিং খানকে। কেউ তুলছেন ছবি কেউ আবার নিচ্ছেন অটোগ্রাফ। সে সময় বিন্দুমাত্র বিরক্ত না হয়ে একে একে সবার আবদার মেটালেন শাহরুখ খান।
শাহরুখ খানের ছবি দেখতে এখানে ক্লিক করুন
এদিকে পুনের মেট্রোরেলের অফিসে গিয়েও ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। শুধু তাই নয় তাকে নিয়ে ভক্তের বানানো পোস্টারে অটোগ্রাফ দিয়েছেন বলিউড বাদশা। আর ইতিমধ্যেই সেই ছবিগুলোই ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে।
এনএনআর/
Leave a reply