নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে বিজ্ঞান মেলা। সকালে ফিতাকেটে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার। স্থানীয় উপজেলা পরিষদ এই মেলার আয়োজন করেছে।
মেলায় সাপাহার উপজেলার ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় ২০ টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদর্শনী ষ্টল স্থাপন করা হয়েছে। ষ্টলগুলোতে ক্ষুধে বিজ্ঞানীরা নিজের উদ্ভাবিত বিষয়বস্তু তুলে ধরেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম শাহ, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যান চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার সাপাহার থানর ওসি শামসুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।
প্রথম দিনে মেলায় শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও নানা বয়সের মানুষের উপচে পড়া ভীর দেখা গেছে। শুক্রবার পর্যন্ত এই মেলা চলবে বলে জানান সংশ্লিষ্টরা। উপজেলা পর্যায়ে এধরনের মেলার আয়োজন করায় শিশুর সৃষ্টিশীল মেধা বিকাশে
অগ্রনী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মেলার আয়োজকরা।
Leave a reply