৫ দিনের নিষেধাজ্ঞায় পড়তে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ৮ ব্রাজিলিয়ান

|

ছবি: সংগৃহীত

কোয়ারেন্টাইন জটিলতার কারণে ব্রাজিলের খেলোয়াড়দের নিজ দেশের হয়ে খেলার ছাড়পত্র দেয়নি ইংলিশ ক্লাবগুলো। এবার ব্রাজিল ফুটবল ফেডারেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে নিজ দলের হয়ে খেলতে নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ৮ ব্রাজিলীয়।

তারা হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেড, ম্যানচেস্টার সিটির এডারসন ও গ্যাব্রিয়েল জেসুস, লিভারপুলের আলিসন, ফিরমিনো ও ফ্যাবিনহো, লিডস ইউনাইটেডের রাফিনহা এবং চেলসির থিয়াগো সিলভা। আগামি ১০ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে।

এতে সবচেয়ে বেশী ক্ষতির সম্মুখীন হবে লিভারপুল। কারণ অভিজ্ঞ ৩ ফুটবলার আলিসন, ফিরমিনো ও ফ্যাবিনহোর মত তারকাকে পাচ্ছেনা তারা। শাস্তি কার্যকর হলে আগামি মঙ্গলবারে চ্যাম্পিয়ন্স লিগে দলের প্রথম ম্যাচে খেলতে পারবেন না ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেড ও চেলসির থিয়াগো সিলভা।

যুক্তরাজ্য সরকারের নীতি অনুযায়ী, লাল তালিকায় থাকা দেশগুলো থেকে যুক্তরাজ্যে আসা ফুটবলারদের কমপক্ষে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাই আন্তর্জাতিক বিরতিতেও ব্রাজিলের খেলোয়াড়দের ছাড়পত্র দেয়নি ইংলিশ ক্লাবগুলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply