আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন, গণভবনে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য এই সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বুধবার দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কার্যনির্বাহী সংসদের এ বৈঠকে মোট ৫৩ জনের উপস্থিত থাকার কথা রয়েছে।
দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও স্বাস্থ্যবিধি মেনে এ সভায় অংশ নেবেন সভাপতিমণ্ডলীর সদস্যরা। থাকবেন যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য এবং কার্যনির্বাহী সদস্যরা।
আওয়ামী লীগের সবশেষ কার্যনির্বাহী সংসদের বৈঠক হয়েছিল গত বছরের ৩ অক্টোবর। করোনা মহামারির কারণে এরপর আর বৈঠক হয়নি। ১১ মাস পর আজ আবার হচ্ছে ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় কমিটির বৈঠক।
Leave a reply