বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চার আর্জেন্টাইন খেলোয়াড়দের অন্তর্ভুক্তিতে নানা অভিযোগ তুলে শেষে ম্যাচ পণ্ড করেছিল ব্রাজিল। আর এবার তারা নিজেরাই ক্ষেপেছে, ইংল্যান্ডে খেলা তাদের খেলোয়াড়দের কেন ছাড়ছে না ইংলিশ ক্লাবগুলো এই মর্মে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দক্ষিণ আমেরিকার দেশগুলোর ফুটবলার না ছাড়ার কড়া জবাব দিয়েছে ব্রাজিলসহ সেই অঞ্চলের দেশগুলো।
জাতীয় দলের হয়ে খেলতে না যাওয়া ফুটবলারদের ৫ দিন লিগ ম্যাচ খেলা থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে দেশগুলো। যার ফলে ইপিএলের পরের রাউন্ডে অ্যালিসন, হেসুস, ফিরমিনো, রাউল হিমেনেজসহ ১১ ফুটবলার খেলতে পারবেন না ম্যাচ।
কোয়ারেন্টাইন ঝামেলা এড়াতে বিশ্বকাপ বাছাইপর্বের তিন রাউন্ডের ম্যাচের জন্য ফুটবলার ছাড়েনি টটেনহাম ও অ্যাস্টন ভিলা ছাড়া ইংলিশ লিগের বাকি ক্লাবগুলো।
ফিফার নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক বিরতিতে যে খেলোয়াড়দের ছাড়া হয়নি, বিরতি শেষে তাদের পাঁচ দিনের জন্য নিষিদ্ধ করা যেতে পারে। যেই নিয়ম কাজে লাগাতে ফিফার কাছে চিঠি পাঠিয়েছে দক্ষিণ আমেরিকার দেশগুলো।
/এম ই
Leave a reply