দৈনিক ৭০ হাজার মানুষ ওমরাহ্ করতে পারবেন

|

দৈনিক ৭০ হাজার মানুষ ওমরাহ্ করতে পারবেন

ছবি: সংগৃহীত

দৈনিক ৭০ হাজার মানুষ আদায় করতে পারবেন ওমরাহ্। বৃহস্পতিবার দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ (SPA)।

বলা হয়, করোনার দুই ডোজ টিকা গ্রহণকারীরাই শুধু আবেদন করতে পারবেন। এরজন্য- সুর্নিদ্দিষ্ট অ্যাপস কার্যকর করেছে সৌদি কর্তৃপক্ষ। সংখ্যা বৃদ্ধির কারণে, প্রতি মাসে ২১ লাখ মানুষ পাবেন ওমরাহ্ আদায়ের সুযোগ। করোনা মহামারির জন্য, প্রথমে শুধু সৌদি আরবে বসবাসকারীরা করতে পারতেন ওমরাহ্, সে সংখ্যাটিও ছিলো দৈনিক ৬০ হাজার।

গেলো ১৫ আগস্ট থেকে বিদেশিরাও ওমরাহ পালনের সুযোগ পান। অবশ্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করলেও স্বাস্থ্য সচেতনতা ও করোনাবিধির প্রতি গুরুত্বারোপ করছে সৌদি আরব।

মহামারির কারণে ‘রেড লিস্টেড’ দেশগুলোর বাসিন্দাদের জন্য রাখা হয়েছে বাড়তি সর্তকতা। তারা ওমরাহ্ করতে চাইলে, অবশ্যই মানতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইন।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply