আবারও সুয়েজ খালে আটকা পড়লো কার্গো জাহাজ

|

ছবি: সংগৃহীত

ব্যস্ততম নৌরুট সুয়েজ খালে ফের আটকা পড়েছে মালবাহী একটি জাহাজ। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ডুবোচরে আটকে যায় পানামার পতাকাবাহী কোরাল ক্রিস্টাল নামের মালবাহী জাহাজটি।

জাহাজটি আটকে যাওয়ায় ওই রুট দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে জাহাজ চলাচলে ব্যবহার করা হয় অন্য একটি রুট। তবে আটকে পড়া জাহাজটি ফের সচল করেছে সুয়েজ কর্তৃপক্ষ। জাহাজটি ৪৩ হাজার টন পণ্য বহন করছিল। সুদান থেকে এটি যাত্রা শুরু করে বলে জানা গেছে।

এর আগে, চলতি বছরের মার্চে সুয়েজ খালে আটকা পড়ে বিশাল পণ্যবাহী জাহাজ এভার গিভেন। সে সময় নৌরুটটির দু’পাশে আটকে পড়ে অসংখ্যা যান। পাঁচ মাস পর দীর্ঘ দরকষাকষী শেষে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিয়ে জাহাজটি ছাড়িয়ে নেয় মালিকপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply