মার্কিন সেনাবহর আফগানিস্তান ছাড়ার পর, প্রথমবার কাবুল বিমানবন্দর থেকে পরিচালিত হলো আন্তর্জাতিক ফ্লাইট। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) কাতার এয়ারওয়েজের একটি বিমান এ ফ্লাইটটি পরিচালনা করে।
বৃহস্পতিবারের এ ফ্লাইটে ১১৩ জন যাত্রী ছিল বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। যাদের মাঝে মার্কিনী ছাড়াও ছিলেন ১৩ ব্রিটিশ এবং ৪৩ জন কানাডিয়ান নাগরিক। দেশগুলো নিজ নাগরিকদের সংখ্যা নিশ্চিতের পাশাপাশি মানবিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে কাতারকে।
এদিকে, দোহা বিমানবন্দরের সংবাদ সম্মেলনে কাতারের বিশেষ প্রতিনিধি জানিয়েছেন- আন্তর্জাতিক ফ্লাইটের চলাচল শুরু হওয়া আফগানিস্তানের জন্য ঐতিহাসিক ঘটনা। ১৫ আগস্ট তালেবান দেশটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর, সেখান থেকে এক লাখ ২৪ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। উল্লখ্য, গত ৩০ আগস্ট, টানা ২০ বছর পর আফগানিস্তান ছেড়ে যায় মার্কিন সেনার বহর।
Leave a reply