বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ছাড়ালো ৪৬ লাখ ৩০ হাজার

|

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে করোনা মহামারিতে প্রাণহানি ছাড়ালো ৪৬ লাখ ৩০ হাজার। শুক্রবারও প্রায় ৯ হাজার মানুষ মারা গেছে করোনাভাইরাসে।

দৈনিক মৃত্যু ও সংক্রমণ শনাক্তে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। এদিনে ১৭শ’র বেশি মৃত্যু দেখলো মার্কিন মূলুক। এছাড়া দেশটিতে এক লাখ ৬৯ হাজারের মতো মানুষের দেহে মিলছে ভাইরাসটি।

এদিন ভারতে করোনায় প্রাণ হারিয়েছে তিন শতাধিক মানুষ। করোনা শনাক্ত হয়েছে প্রায় ৩৮ হাজার। এদিন মেক্সিকোয় ৭৩০ জন, রাশিয়ায় ৭৯৪ জন, ব্রাজিলে ৭৮৯ জন ও ইরানে ৪৪৫ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে। এদিকে, বিশ্বজুড়ে মোট করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৪৬ লাখের বেশি।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও। বিশ্ব এখন করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply