আফগানিস্তানে পশ্চিমা পোশাকের বাজারে ধস

|

ছবি: সংগৃহীত

তালেবান ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তানের বাজারে পশ্চিমা পোশাকের চাহিদা কমে গেছে। এসব পোশাকের বাজার দখল করেছে বোরখাসহ আফগানিস্তানের ঐতিহ্যবাহী কাপড়চোপড়।

কাবুলের মার্কেটজুড়েও তাই এখন এসব পোশাকের আধিপত্য। পশ্চিমা কাপড়চোপড় থাকলেও বিক্রি প্রায় নেই বললেই চলে।

জিজ্ঞেস করলে আফগানিস্তানের এক দেশীয় পোশাক বিক্রেতা রয়টার্সকে জানান, আগের চেয়ে এখন তাদের বিক্রি বেশ ভালো। বিশেষ করে নারী পোশাকের ক্রেতা বেশী।

তিনি জানান, নতুন সরকার আসার পরই এ ধরণের পোশাক বিক্রি বেড়েছে। ক্রেতাদের কাছে যথেষ্ট টাকাপয়সা না থাকলেও এসব কিনতে কার্পণ্য করছেন না তারা।

অন্যদিকে বিদেশী পোশাকের মার্কেট ঘুরে দেখা যায় সেখানে ক্রেতাদের চাপ নেই বললেই চলে। যদিও পশ্চিমা অনেক কাপড়চোপড়ই সেখানে প্রদর্শিত রয়েছে।

বিবিসির কাছে শহরের এক পশ্চিমা পোশাক দোকানি স্বীকার করেন, নতুন সরকার ক্ষমতায় আসার পরই তাদের বিক্রি অনেক কমে গেছে। তবে তালেবানরা তাদের বিক্রিতে এখনও কোন বাধা দেয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply