লেবাননে নতুন সরকার গঠিত, নেতৃত্বে নাজিব মিকাতি

|

ছবি: সংগৃহীত

লেবাননের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি নাজিব মিকাতির নেতৃত্বে দেশটির সরকার গঠিত হয়েছে। খবর বিবিসির।

২০২০ সালের ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে রাসায়নিকের গুদামে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। এর জেরে তৎকালীন প্রধানমন্ত্রী হাসান দিয়াবের সরকার পতনের এক বছরেরও বেশি সময় পর এই নতুন সরকার গঠন করা হলো।

আব্দুল্লাহ বুহাবিব নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউসুফ খালিল এবং স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন ফিরাস আবাইদ। উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন সায়াদা আশ শামি।

সাদ হারিরি সরকার গঠন করতে ব্যর্থ হওয়ার পর গত ২৬ জুলাই নাজিব মিকাতিকে সরকার গঠনের দায়িত্ব দেন দেশটির রাষ্ট্রপতি মিশেল আউন।

সরকার গঠন নিয়ে জটিলতার মধ্যে অত্যন্ত নাজুক হয়ে পড়েছে লেবাননের অর্থনৈতিক পরিস্থিতি। ওষুধ ও জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে।

প্রধানমন্ত্রী নাজিব সংবাদ সম্মেলনে বলেন, পরিস্থিতি খুব জটিল। তবে একতাবদ্ধ থাকলে সঙ্কট কাটিয়ে ওঠা আমাদের পক্ষে অসম্ভব হবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply