বির্তকিত শুল্ক নীতিমালায় সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ইস্পাত ও অ্যালুমনিয়াম আমদানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের নীতিমালা পাস হয়। আগামী ১৫ দিনের মধ্যে কার্যকর হবে নীতিমালাটি।
এই নীতিমালাটি প্রথম আঘাত হানবে কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপর। ইস্পাতের ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক বহাল থাকলেও, অ্যালুমনিয়ামের ওপর কমিয়ে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
ট্রাম্পের দাবি, বিশ্ব বাজারে ন্যায্য মূল্য পাচ্ছে না মার্কিন পণ্য। দেশীয় বাজারের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই নেয়া হলো এই পদক্ষেপ। যদিও প্রেসিডেন্টের এ সিদ্ধান্তের বিরোধিতা করেন তার দল- রিপাবলিকান পার্টির অনেক আইনপ্রণেতাসহ ব্যবসায়ী-শিল্পপতিরা। এরইমধ্য বিশ্বজুড়ে শুরু হয়েছে মার্কিন শুল্ক আরোপের তীব্র নিন্দা-সমালোচনা। ইইউ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের কঠোরতা থেকে রেহাই চায়। চীন, ফ্রান্স ও ব্রিটেনও নিন্দা জানিয়েছে।
Leave a reply