তালেবান বিরোধী রিপোর্ট করলেই মারধর করছে তালেবান, ক্ষোভ আফগান সাংবাদিকদের

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে তালেবানের ক্ষমতায়নের পর থেকে দেশটিতে সাংবাদিকদের ওপর নির্যাতনের অভিযোগ ছিল। এবারে তা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেছে বলে দাবি করছে আফগান ভিত্তিক সংবাদমাধ্যম টোলো নিউজ। বলা হচ্ছে, গত কয়েকদিনের মধ্যেই বেশ কয়েকজন সাংবাদিককে আটক করেছে তালেবান যোদ্ধারা। অনেককে ব্যাপক মারধর করা হয়েছে বলেও দাবি।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আফগানিস্তান ইন্ডিপেনডেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এআইজেএ)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত ২৪ জন সাংবাদিককে আটক করেছে তালেবান। যারা বিভিন্ন বিষয়ে তালেবানের বিরুদ্ধে রিপোর্ট করেছিল, তাদেরকেই লক্ষ্যবস্তু বানাচ্ছে তালেবান।

এ নিয়ে, একজন সাংবাদিক আব্দুল আজিজ বলেন, তালেবান আমাদের বলেছে, তোমরা স্বাধীনভাবে কাজ চালিয়ে যেতে পারো। অথচ কোনো প্রতিবেদন তাদের বিরুদ্ধে গেলেই আমাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। এটা কোনো আইনের মধ্যে পড়ে না।

এআইজেএ’র পক্ষ থেকে সাংবাদিকদের কাজের জন্য এবং তথ্যের স্বাধীনতার জন্য একটি সুনির্দিষ্ট আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি তালেবানের পক্ষ থেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply