ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ত্রিপুরার উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সবসময় তাদের পাশে রয়েছে ঢাকা।
আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণের আগে তাদের দু’জনের মধ্যে হয় এই ফোনালাপ। এরপর রাজধানী আগরতলার ‘আসাম রাইফেলস গ্রাউন্ডে’ নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ৪৮ বছর বয়সী এই বিজেপি নেতা। তার সরকারের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন যীষ্ণু দেববর্ম। ঐতিহাসিক এই শপথ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এছাড়া বিজেপি সভাপতি অমিত শাহসহ কেন্দ্রীয় ও রাজ্যের দলীয় শীর্ষ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। দীর্ঘ ২৫ বছর শাসনের পর রাজ্যে পতন ঘটলো বামপন্থি- সিপিএম’র। গেলো সপ্তাহে ৬০ আসনের বিধানসভা নির্বাচনে ৪৫টি আসনে জয় পায় বিজেপি জোট।
Leave a reply